ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’। কাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হবে উৎসবের ২৩তম আসর। বাসন্তী ফুল পলাশের সঙ্গে বিপ্লবের রক্তিম আভার সমন্বয়ে করা হয়েছে এবারের উৎসবের পোস্টার।
উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে জয়া আহসান অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমার। সুমন মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করবে। আজ সিনেমাটির প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।